শনিবার, ১৭ মার্চ ২০১৮
জয়ের নতুন ছবি ‘পাপ কাহিনী’
Home Page » আজকের সকল পত্রিকা » জয়ের নতুন ছবি ‘পাপ কাহিনী’বঙ্গ-নিউজঃ উপস্থাপনা দিয়ে নতুন করে আলোচনায় আসেন একসময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী শাহরিয়ার নাজিম জয়। ‘পাপ কাহিনী’ নামে নতুন একটি ছবি পরিচালনা করতে যাচ্ছেন তিনি। এ সপ্তাহে নতুন ছবির জন্য দুজন নায়িকা চূড়ান্ত হয়েছে। জয় পরিচালিত নতুন ছবির দুই নায়িকা হলেন সোহানা সাবা ও তমা মির্জা।
‘পাপ কাহিনী’ জয় পরিচালিত তৃতীয় ছবি। এর আগে তিনি নির্মাণ করেছেন ‘প্রার্থনা’ ও ‘অর্পিতা’ নামে দুটি ছবি। নতুন ছবির শুটিং শুরু করবেন ২৮ এপ্রিল। এর মধ্যেই প্রায় সবকিছুই চূড়ান্ত করেছেন। জয় নিজেও অভিনয় করবেন, তবে নায়কের ভূমিকায় নয়। এখানে তাঁকে দেখা যাবে বাস্তব জীবনের মতোই একজন টিভি উপস্থাপকের চরিত্রে। অন্যদিকে সিনেমার আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম। তাঁর চরিত্রটি হবে চলচ্চিত্র প্রযোজকের।
‘পাপ কাহিনী’ সিনেমার পরিচালনা ছাড়াও এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন জয়। তিনি বলেন, ‘আমার এবারের গল্পটা মিডিয়ার দুই সেলিব্রিটি বোনকে নিয়ে। আমাদের এখানে যেমন ববিতা-চম্পা ম্যাম, বলিউডে যেমন আছেন কারিশমা-কারিনা কাপুর। এমন দুই তারকা বোনের চরিত্রে অভিনয় করবেন সাবা ও তমা। আমার ধারণা, তাঁরা খুব ভালো অভিনয় করবেন। আমি থাকব সঞ্চালকের ভূমিকায়। আর সেলিম ভাই থাকবেন চলচ্চিত্র প্রযোজকের চরিত্রে।’
বাংলাদেশ সময়: ৮:৫০:৫৮ ৭৪৯ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #breaking news #World News