শুক্রবার, ১৬ মার্চ ২০১৮

অধ্যাপক রাশেদা ও অধ্যাপক বশির আহমেদ জাবির দুই অনুষদের নতুন ডীন

Home Page » আজকের সকল পত্রিকা » অধ্যাপক রাশেদা ও অধ্যাপক বশির আহমেদ জাবির দুই অনুষদের নতুন ডীন
শুক্রবার, ১৬ মার্চ ২০১৮



অধ্যাপক রাশেদা- অধ্যাপক বশির  আহমেদ

বঙ্গ-নিউজঃ   জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডীন হিসেবে নৃবিজ্ঞানি বিভাগের অধ্যাপক রাশেদ আখতারকে নিয়োগ দেয়া হয়েছে। অন্যদিকে আইন অনুষদের ভারপ্রাপ্ত ডীন হিসেবে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমদেকে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে অধ্যাপক রাশেদা আখতারকে ভারপ্রাপ্ত ডীন হিসেবে নিয়োগ দেয়ার কারণ হিসেবে বলা হয়, সমাজবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. আমির হোসেন গত বছরের ১০ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে যোগদানের পরও ২০১৭-১৮ সালের ১ম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার কারণে ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরিপ্রেক্ষিতে তাকে ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক নৃবিজ্ঞানি বিভাগের অধ্যাপক রাশেদ আখতারকে ভারপ্রাপ্ত ডীন হিসেবে নিয়োগ করা হলো।

অন্যদিকে আরেক অফিস আদেশে অধ্যাপক বশির আহমদেকে ভারপ্রাপ্ত ডীন  হিসেবে নিয়োগ দেয়ার কারণ হিসেবে বলা হয়, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডীন অধ্যাপক শেখ মনজুরুল হক গত বছরের ১০ জুলাই বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে যোগদানের পরও ২০১৭-১৮ সালের ১ম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার কারণে ডীন  হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরিপ্রেক্ষিতে তাকে ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ ভারপ্রাপ্ত ডীন হিসেবে নিয়োগ করা হলো।

বাংলাদেশ সময়: ০:২৪:১৮   ৬২৪ বার পঠিত   #  #  #  #  #  #  #