
বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮
ফসল বাঁচাতে হলে নদী খনন করতে হবে
Home Page » মুক্তমত » ফসল বাঁচাতে হলে নদী খনন করতে হবেকাসমির রেজা
সভাপতি, পরিবেশ ও হাওড় উন্নয়ন সংস্থা
পুরো হাওড়ে স্থায়ী বাঁধ নির্মাণ করা যাবে না। এতে হাওড়ই হারিয়ে যাবে। তবে বিশেষজ্ঞদের দিয়ে জরিপ করে কিছু এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ করা যেতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে এখন আগেভাগেই বৃষ্টি শুরু হয়ে হাওড়ে অকালবন্যা দেখা দেয়। আর নদী ভরাট হয়ে যাওয়ায় এ পানি নামতে পারে না। এ বছর জানুয়ারি পর্যন্ত অনেক হাওড় পানির নিচে ছিল। অথচ নভেম্বরের মধ্যে বোরো ফসলের কাজ শুরু করে দিতে হয়। বন্যার হাত থেকে হাওড় এলাকার ফসল রক্ষার জন্য ব্যাপক ভিত্তিতে নদী খনন করা প্রয়োজন। পলি জমে হাওড়াঞ্চলের নদীগুলোর তলদেশ ভরাট হয়ে গেছে। ফলে অল্প বৃষ্টিতেই নদী উপচে পানি হাওড়ে ঢুকে পড়ে। নদীর তলদেশ খনন করা না হলে উঁচু বাঁধ নির্মাণ করা হলেও ফসল রক্ষা করা যাবে না। বাঁধ উপচে হাওড়ে পানি প্রবেশ করবে।
বাংলাদেশ সময়: ১৪:৩৩:১৬ ৬১৪ বার পঠিত