বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮

প্রতিরক্ষা বাজেট ভারতে অপ্রতুল : সেনা উপপ্রধান

Home Page » অর্থ ও বানিজ্য » প্রতিরক্ষা বাজেট ভারতে অপ্রতুল : সেনা উপপ্রধান
বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮



ফাইল ছবি
বঙ্গ-নিউজঃ  সেনাকর্তাদের পেশি আস্ফালন যে নেহাত বাগাড়ম্বর, তা স্পষ্ট করে দিলেন উপ-সেনাপ্রধান, লেফটেন্যান্ট-জেনারেল সারথ চাঁদ। সংসদের প্রতিরক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির কাছে তিনি বললেন, এ বছরের বাজেটে অর্থবরাদ্দ এতই অপ্রতুল যে মুদ্রাস্ফীতির দায় মেটানোর বাইরে কিছু বাড়ে নি। যা অবস্থা, অন্তত ২৫টি বিশেষ প্রকল্প বন্ধই করে দিতে হবে।

একই সঙ্গে চীন ও পাকিস্তান ফ্রন্টে লড়াইয়ের সামর্থের কথা সেনাপ্রধান বললেও বাস্তবে ১০ দিনের জবরদস্ত যুদ্ধের মত গোলাবারুদেরও সংস্থান নেই। চীন সীমান্তের ওপারে বিস্তর পথঘাট তৈরি হলেও এ পারে সড়ক নির্মাণের অর্থ দেয় নি সরকার। অস্ত্রশস্ত্রের বেশিটাই পুরনো। কেবল সেনাবাহিনি নয়, একই অভিযোগের সুর বিমান ও নৌবাহিনির কর্তাদেরও। প্রতিরক্ষা সচিব সঞ্জয় মিত্র কমিটিকে বলেন, অর্থ মন্ত্রক যথেষ্ট অর্থ বরাদ্দ করে না বলেই সমস্যা।

সুত্রঃ Voice Of America (VOA)

বাংলাদেশ সময়: ০:৪৬:৩৩   ৪৭৭ বার পঠিত   #  #  #  #  #  #