
বুধবার, ১৪ মার্চ ২০১৮
জয়ের স্বপ্ন মুশফিকের ব্যাটে
Home Page » ক্রিকেট » জয়ের স্বপ্ন মুশফিকের ব্যাটেবঙ্গ-নিউজঃ মুশফিকুর রহিম৬১ রানে ৪ উইকেট হারানোর বাংলাদেশেকে পথে ফিরিয়েছেন মুশফিকুর রহিম। আবারও দাঁড়িয়ে গেছেন এই ব্যাটসম্যান। তার ব্যাটে ভর দিয়ে জয়ের স্বপ্ন দেখছে বংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোর ১৪ ওভারে ৪ উইকেটে ১০৯ রান। টাইগারদের জিততে ৩৬ বলে দরকার ৬৮ রান।
মুশফিক দাঁড়িয়ে গেলেও পারেননি মাহমুদউল্লাহ। জুজবেন্দ্র চাহালের বলে আউট হলে গেছেন বাংলাদেশের অধিনায়ক। দ্রুত ৩ উইকেট হারিয়ে ফেরায় অধিনায়ক হিসেবে বাড়তি দায়িত্ব চাপে মাহমুদউল্লাহর কাঁধে। চাপটা আর নিতে পারলেন না এই ব্যাটসম্যান। ৮ বলে ১১ রান করে আউট হয়ে উল্টো আরও চাপে ফেলে যান দলকে। চাহালের খাটো লেন্থের বলে ডিপ মিডউইকেটে ধরা পড়েন তিনি লোকেশ রাহুলের হাতে।
এর আগে আর প্রেমাদাসা স্টেডিয়ামে চলেছে ওয়াশিংটন সুন্দরের জাদু। ডানহাতি এই স্পিনারের তৃতীয় শিকার হন তামিম ইকবাল। শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশি ওপেনারের। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ছিলেন চেনা ছন্দে। ভারতীয় বোলারদের ওপর চড়াও হয়ে লক্ষ্যের দিকে হাঁটছিলেন খুব ভালোভাবে। তবে সুন্দর আবারও ভয়ঙ্কর হয়ে ওঠায় শেষ হয় তামিমের ইনিংস। লেগ স্টাম্প ছেড়ে ‘বিগ’ শট খেলতে গেলে ব্যাটে বল লাগেনি, ফল বল সরাসারি আঘাত করে স্টাম্পে। যাতে শেষ হয় তামিমের ১৯ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলা ২৭ রানের ইনিংস।
সৌম্য সরকারও ব্যর্থ। ওয়াশিংটন সুন্দরের বলে বোল্ড হয়ে ফিরে যান এই ব্যাটসম্যান। বল হাতে শুরু থেকেই আলো ছড়াচ্ছেন এই স্পিনার। তার বলেই ভারত পায় প্রথম উইকেট। লিটন দাসকে আউট করার পর আবারও ভারতকে উৎসবে মাতান তিনি সৌম্যকে বোল্ড করে। মিডল স্টাম্পের ডেলিভারি ভেতরে ঢুকে সরাসরি আঘাত করে সৌম্যের লেগ স্টাম্পে। বোল্ড হওয়ার আগে বাঁহাতি ব্যাটসম্যান করেছেন মাত্র ১ রান।
আগের ম্যাচে অসাধারণ এক ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন লিটন দাস। ভারতের বিপক্ষেও তার দিকে তাকিয়ে ছিল বাংলাদেশি সমর্থকরা। তবে এবার আর পারলেন না লিটন দাস। শুরুতেই আউট হয়ে গেছেন তিনি ৭ রান করে।
বাংলাদেশ সময়: ২২:৩৭:৫৭ ৮৫১ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News