বুধবার, ১৪ মার্চ ২০১৮
এবার পাকিস্তানের ইমরান খানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ
Home Page » বিশ্ব » এবার পাকিস্তানের ইমরান খানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ
বঙ্গ-নিউজঃ এবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও সাবেক তারকা ক্রিকেটার ইমরান খানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের ঘটনা ঘটল। মঙ্গলবার সন্ধ্যার দিকে পাঞ্জাব প্রদেশের গুজরাট শহরে এই ঘটনা ঘটে।
পাকিস্তানের গণমাধ্যম জানায়, গুজরাট শহরে এক সমাবেশ চলাকালে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন ইমরান খান। এসময় হঠাৎ তার দিকে একটি জুতা নিক্ষেপ করা হয়। তবে সেটি তার গায়ে না লেগে পাশে দাঁড়িয়ে থাকা পিটিআইর আরেক নেতা আলিম খানের বুকে লাগে।
ইমরান সমর্থকরা সঙ্গে সঙ্গে জুতা নিক্ষেপকারীকে ধরে ফেলেন এবং সেখান থেকে সরিয়ে নেন।পরে বক্তব্য দেওয়া বন্ধ করে সেখান থেকে চলে যান ইমরান।
এক সপ্তাহে দেশটির রাজনীতিবিদদের ওপর এ নিয়ে তৃতীয়বার জুতা ও কালি নিক্ষেপের ঘটনা ঘটল। এরআগে রোববার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে লক্ষ্য করে লাহোরে জামিয়া নামিয়া মাদ্রাসার একটি অনুষ্ঠানে জুতা নিক্ষেপের ঘটনা ঘটে। তার আগের দিনে নির্বাচনী এলাকা শিয়ালকোটে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের মুখে কালি ছোড়ার ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৪:৫৫:০২ ৬৯৯ বার পঠিত # #bangla news #bd news #breaking news #headlines #online news paper #usbangla plane crash