বুধবার, ১৪ মার্চ ২০১৮
উত্তর কোরিয়া নিশ্চুপ থাকলেও সম্মেলনের প্রস্ততি নিচ্ছে ট্রাম্প প্রশাসন।
Home Page » বিশ্ব » উত্তর কোরিয়া নিশ্চুপ থাকলেও সম্মেলনের প্রস্ততি নিচ্ছে ট্রাম্প প্রশাসন।বঙ্গ-নিউজঃ উত্তর কোরিয়ার সাথে বৈঠকের ব্যাপারে আশাবাদী যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে বৈঠকের প্রস্তুতিও শুরু করেছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে গতকাল পররাষ্ট্রমন্ত্রী টিলারসনকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
হোয়াইট হাউস জানিয়েছে, নতুন দল উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করবে। সোমবার হোয়াইট হাউস জানায়, উত্তর কোরিয়া যদি তাদের প্রতিশ্রুতির ব্যাপারে অনড় থাকে তবে যুক্তরাষ্ট্রের সাথে দেশটির বৈঠক অনুষ্ঠিত হবে।
হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডারসকে প্রশ্ন করা হয়েছিল উত্তর কোরিয়ার নীরবতার অর্থ কী যুক্তরাষ্ট্রের সাথে দেশটির আলোচনা হচ্ছেনা।
জবাবে সারাহ বলেন, আমরা আশা করি বৈঠক হবে। আমাদেরকে প্রস্তাব দেয়া হয়েছে আমরা সেই প্রস্তাব গ্রহন করেছি। আমরা আশা করি পরিকল্পনা মাফিক বৈঠক অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাক মাস্টার বলেন, আমরা সকলেই আলোচনার ব্যাপারে আশাবাদী। তবে আমরা উত্তর কোরিয়ার পরমানু নিরস্ত্রিকরণের ব্যাপারে চাপ অব্যাহত রাখতে বদ্ধপরিকর।
বাংলাদেশ সময়: ১১:৩২:২৮ ৫৯০ বার পঠিত # #bangla news #bd news #breaking news #headlines #online news paper