
বুধবার, ১৪ মার্চ ২০১৮
চট্টগ্রামে দুই শিশুকে তিন মাস ধরে ধর্ষণ
Home Page » শিশু-কিশোর » চট্টগ্রামে দুই শিশুকে তিন মাস ধরে ধর্ষণবঙ্গ-নিউজঃ চট্টগ্রামের হাটহাজারীতে দুই পরিবারের দুই শিশুকে ধর্ষণের অভিযোগে মো. হোসেন (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার মেয়ে দুটির বয়স মাত্র ৭ ও ৯।
আজ ১৩ই মার্চ মঙ্গলবার দুপুরে আদালতে তোলার পর যুবক মো. হোসেন দুই শিশুকে তিন মাস ধরে ধর্ষণের কথা স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর আদালতে ধর্ষক মো. হোসেনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ধর্ষক মো. হোসেন দুই কন্যা শিশুকে তিন মাস ধরে ধর্ষণের স্বীকারোক্তি পুলিশকেও দেয়। জবানবন্দির পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
ওসি জানান, মো. হোসেনের বাড়ী কক্সবাজার জেলার টেকনাফ থানায়। তার পিতার নাম রাকিব সুলতান।
সে একজন পোশাক শ্রমিক। কর্মসূত্রে দীর্ঘদিন ধরে হাটহাজারীর থানার দক্ষিণ কুয়াইশ এলাকার আমগাছ তলা এলাকায় বসবাস করে আসছিল।
গত সোমবার স্থানীয় ইউপি মেম্বার লোকমান হাকিম দুই পরিবারের দুই শিশুকে ধর্ষণের কথা পুলিশকে জানায়। পুলিশ রাতে অভিযান চালিয়ে মো. হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।
ইউপি মেম্বার লোকমান হাকিম জানান, ধর্ষক মো. হোসেন দক্ষিণ কুয়াইশ এলাকার বসবাস করার সুযোগে স্থানীয় দুই পরিবারের দুই কন্যা শিশুকে ধর্ষণ করে।
যাদের একজনের বয়স ৭ ও অন্য জনের বয়স ৯ বছর। গত ৭ই মার্চ ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণকালে তাদের পরিবার ধরে ফেলে। পরে অপর পরিবারের ধর্ষিতা শিশুও ধর্ষণের শিকার হওয়ার কথা জানায়। যা পুলিশকে জানানোর পর মো. হোসেনকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, গত রবিবার (১১ মার্চ) বিকালে একই উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাট উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষন করে হত্যার উদ্দেশ্যে উপূর্যপুরি ছুরিকাঘাত করে সেপটিক ট্যাংকে ফেলে দেয় ওই স্কুলের দপ্তরি আপন চন্দ্র মালী (৫০)। এ ঘটনায় চট্টগ্রামজুড়ে ব্যাপক তোলপাড় চলছে।
বাংলাদেশ সময়: ০:৩৭:৪৫ ৬৪৬ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #hot news #World News #ড. জাফর ইকবাল