মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮
সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
Home Page » জাতীয় » সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
বঙ্গ-নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতে সিঙ্গাপুরে সরকারি সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার (১৩ মার্চ) সন্ধ্যায় দেশে ফিরেছেন।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার (১৪ মার্চ) তার দেশে ফেরার কথা ছিল।
এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বিকেলে শেখ হাসিনা ঢাকা ফিরবেন। তিনি জানান, স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিট) প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করবে।
মঙ্গলবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রী স্থানীয় সময় বিকেল ৪টায় বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। সিঙ্গাপুরের সিনিয়র মিনিস্টার অব স্টেট ড. অ্যামি খোর এবং সিঙ্গাপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, বাংলাদেশ বিমানের বিজি ০৮৫ ফ্লাইটে সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে তিনি ঢাকায় অবতরণ করেন।
এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতে তিনি দেশে ফিরবেন।
বিমান দুর্ঘটনার পরপরই শেখ হাসিনা নেপালের প্রধানমন্ত্রী খাড়গা প্রসাদ শর্মা ওলির সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং উদ্ধার অভিযান পরিচালনা ও আহতদের চিকিৎসায় সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
উল্লেখ্য, এর আগে চার দিনের সরকারি সফরে গত রবিবার (১১ মার্চ) সিঙ্গাপুরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সময়: ২০:৩৭:১৪ ৫০৫ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম