মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮

বিমান বিধ্বস্তের ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন

Home Page » আজকের সকল পত্রিকা » বিমান বিধ্বস্তের ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন
মঙ্গলবার, ১৩ মার্চ ২০১৮



ফাইল ছবি

বঙ্গ নিউজ:- নেপালের কাঠমাণ্ডুতে ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। বিমান দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে দেশটির প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এ তদন্ত কমিশন গঠন করেছে নেপাল সরকার। সাবেক সচিব যজ্ঞ প্রসাদ গৌতম এর নেতৃত্বে তদন্ত কমিশনের ছয় সদস্য হলেন, লেফটেন্যান্ট কর্নেল ডা. রাজীব দেব, ক্যাপ্টেন কে কে শর্মা, সুনীল প্রধান এবং উদ্ধব প্রসাদ সুবেদী, বুদ্ধি সাগর লামিছানে। আজ মঙ্গলবার থেকে শুরু হবে এ কমিশনের তদন্ত কাজ। নেপালের জনসংখ্যা ও পরিবেশবিষয়ক মন্ত্রী লালবাবু পণ্ডিত জানিয়েছেন, মন্ত্রিসভার পক্ষ থেকে তদন্ত কমিশনকে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৩৫:৩৪   ৫০০ বার পঠিত   #