সোমবার, ১২ মার্চ ২০১৮

চরভদ্রাসনে সড়ক দূর্ঘটনায় নিহত-২ গুরুতর আহত-১

Home Page » সংবাদ শিরোনাম » চরভদ্রাসনে সড়ক দূর্ঘটনায় নিহত-২ গুরুতর আহত-১
সোমবার, ১২ মার্চ ২০১৮



---

বঙ্গ নিউজ:- ফরিদপুরের চরভদ্রাসনে সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। রবিবার রাতে চরভদ্রাসন আঞ্চলিক সড়কের লোহারটেক গ্রামের বারেক বাশারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চরভদ্রাসনের মো: রশীদ মুন্সীর পুত্র মাসুদ মুন্সী ও আব্দুল ওহাব শেখের পুত্র মেহেদী হাসান মিঠু। দুর্ঘটনায় গুরুতর আহত কালাম বেপারীর ছেলে আরশেদ বেপারী। আহত আরশেদকে মুমূর্ষু অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, মাসুদ ও মিঠু পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার ফল জানতে ফরিদপুর পুলিশ লাইনে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে, এতে তিনজনই আহত হন। স্থানীয়রা এদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৩:২৫:২৮   ৫২৩ বার পঠিত   #