সোমবার, ১২ মার্চ ২০১৮
নিয়ন্ত্রণে মিরপুরে বস্তির আগুন
Home Page » প্রথমপাতা » নিয়ন্ত্রণে মিরপুরে বস্তির আগুনবঙ্গ-নিউজঃ রাজধানীর মিরপুর ১২ নম্বরে ইলিয়াস আলী মোল্লা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে বস্তির কয়েক হাজার ঘর পুড়ে গেছে বলে জানা গেছে।
সোমবার ভোর ৪টার দিকে এই বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনের লেলিহান শিখায় একজন নারী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
এই বস্তিটিতে প্রায় ২৫ হাজার মানুষ বাস করেন। সেখানে ৭-৮ হাজার ঘর রয়েছে।
এর আগে, সোমবার ভোর ৪টার দিকে এই বস্তিতে আগুন লাগে। আগুন লাগার পর তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। বস্তিতে ঢোকার রাস্তাগুলো সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে বিলম্ব হয়। ভোরে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ১৩টি ইউনিট কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা আরও বাড়ানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে বস্তির লোকজনও আগুন নেভাতে সহায়তা করেন।
বাংলাদেশ সময়: ১০:১৩:৩২ ৫২৬ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News