সোমবার, ১২ মার্চ ২০১৮
নবজাতকদের সুরক্ষা দেয়ার প্রচেষ্টায় বাংলাদেশে প্রচার কার্যক্রম শুরু হয়েছে
Home Page » সংবাদ শিরোনাম » নবজাতকদের সুরক্ষা দেয়ার প্রচেষ্টায় বাংলাদেশে প্রচার কার্যক্রম শুরু হয়েছেবঙ্গ-নিউজঃ বিশ্বজুড়ে নবজাতকদের সুরক্ষা দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে মঙ্গলবার থেকে বাংলাদেশেও প্রচার কার্যক্রম শুরু করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির ‘এভরি চাইল্ড অ্যালাইভ’ শিরোনামের এই প্রচার কার্যক্রমটি বছরব্যাপী বিশ্বের অন্যান্য যায়গার মত বাংলাদেশেও চলবে। সহস্রাব্দ উন্নয়নের চতুর্থ লক্ষ্য অর্জনের মধ্যে দিয়ে বাংলাদেশ নবজাতকের মৃত্যু কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও বিশ্বের যে ১০টি দেশে সবচেয়ে বেশি নবজাতকের মৃত্যু হয়, বাংলাদেশ এখনও সেই তালিকায় রয়ে গেছে।
ইউনিসেফের এক বিবৃতিতে এই প্রচারাভিযানের মাধ্যমে প্রতিটি শিশুকে বাঁচিয়ে রাখার জন্য সরকার, স্বাস্থ্যসেবা প্রদানকারী, দাতা সংস্থা, বেসরকারি খাত, পরিবার ও ব্যবসায়ী খাতকে তাদের নিজ নিজ ভুমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ ছাড়াও ইথিওপিয়া, গিনি-বিসাউ, ভারত, ইন্দোনেশিয়া, মালাউই, মালি, নাইজেরিয়া, পাকিস্তান ও তানজানিয়ায় এই প্রচারাভিযান চালানো হবে। বিশ্বব্যাপী যত নবজাতকের মৃত্যু হয় সম্মিলিতভাবে এই দেশগুলোতেই হয় তার অর্ধেকেরও বেশি।
বাংলাদেশ সময়: ০:৫৩:২০ ৫৭৬ বার পঠিত # #bangla news #bd news #breaking news #headlines #online news paper