রবিবার, ১১ মার্চ ২০১৮
হাতীবান্ধায় শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির অবিরাম ধর্মঘট পালিত
Home Page » আজকের সকল পত্রিকা » হাতীবান্ধায় শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির অবিরাম ধর্মঘট পালিত
মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধিঃ শিক্ষা ব্যবস্থা জাতীয় করণসহ ১১দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের ন্যায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি অবিরাম ধর্মঘট কর্মসূচী পালন করেছে।
রবিবার (১১ মার্চ) দুপুর ১২টায় এ উপজেলা হাতীবান্ধা শাহ গরিবল্যাহ্ মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথ সভায় বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির নেতারা।
হাতীবান্ধা শাহ গরিবুল্যাহ্ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবর রহমানের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি সভাপতি নূর মোহাম্মদ বাবলু, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মজিবর রহমান, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন সাগর, উপজেলা বেসরকারী মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবিব খান হিরু, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এমজি মোস্তফা, সহকারী প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, শাহ গরিবুল্যাহ্ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলামসহ আরও অনেকে।
বাংলাদেশ সময়: ২৩:৫৩:৫৭ ৭৯১ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #breaking news #World News #শেখ হাসিনা