রবিবার, ১১ মার্চ ২০১৮

রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত

Home Page » প্রথমপাতা » রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত
রবিবার, ১১ মার্চ ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও আটজন।

রোববার সকাল ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

মিঠাপুকুর থানা ওসি মোজাম্মেল হক জানান, উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর এলাকায় ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী হিমেল পরিবহনের বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এসময় আহত হন আরও আটজন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ৯:৫৮:১৯   ৬০৪ বার পঠিত   #  #  #  #  #  #