বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮
ভিডিও ফুটেজ হাতে এসেছে,শ্লীলতাহানির ব্যবস্থা নেওয়া হবে:স্বরাষ্ট্রমন্ত্রী
Home Page » জাতীয় » ভিডিও ফুটেজ হাতে এসেছে,শ্লীলতাহানির ব্যবস্থা নেওয়া হবে:স্বরাষ্ট্রমন্ত্রী
বঙ্গ-নিউজ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ঐতিহাসিক ৭ মার্চের সোহরাওয়ার্দী উদ্যানের জনসভাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় ইভটিজিং ও নারীদের ওপর যৌন হয়রানির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইভটিজিং ও নারীদের ওপর যৌন হয়রানির ভিডিও ফুটেজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এসেছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘প্রোমোটিং এডালসেন্ট নিউট্রিশন’ শিরোনামে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘নারীদের শ্লীলতাহানির ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে। ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অপরাধী যে দলেরই হোক তাকে ছাড় দেয়া হবে না।’ স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বুধবার বাংলামোটরে ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থীকে হয়রানির ঘটনার ভিডিও ফুটেজ হাতে এসেছে। দোষীদের শাস্তির আওতায় আনা হবে।’
উল্লেখ্য, শাহবাগের আশপাশের বিভিন্ন এলাকায় ইভটিজিং ও নারীদের ওপর যৌন হয়রানির অভিযোগের খবর ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
বাংলাদেশ সময়: ২০:৩১:১৩ ৪৮৩ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম