বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮
সৌম্য সরকার, তামিম ইকবাল আউট,বাংলাদেশ: ৪৮/২ (৬.৩ ওভার)
Home Page » ক্রিকেট » সৌম্য সরকার, তামিম ইকবাল আউট,বাংলাদেশ: ৪৮/২ (৬.৩ ওভার)
বঙ্গ-নিউজ:প্রেমাদাসা স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার বিপক্ষে খেলতে নেমেছে টাইগাররা। টস জিতে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। টসের সময় বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও বলেছেন টস জিতলে তিনি ফিল্ডিং নিতেন।
ব্যাট করতে নেমে তামিম ইকবালের সাথে শুরুটা ভালো করেছিলো ওপেনার সৌম্য সরকার। বেশ কিছু জীবন পেয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন তিনি। উন্দাকাতের করা বলে স্কয়ার লেগে খেলতে গিয়ে শর্ট ফাইন লেগে চাহালের হাতে ক্যাচ দেন ১৪ রানে। শুরুটা ভালো করলেও সেই পুরোনো রোগে সৌম্য।
সৌম্যর পর আউট হয় তামিম তবে রিভিউ নিয়ে বাঁচে। কিন্তু রিভিউ নিয়েও সৌম্যর মতো তামিমও ইনিংস বড় করতে ব্যার্থ হন। শার্দুল ঠাকুরকে পরপর দুই বলে দুটি বাউন্ডারি মারলেও তৃতীয় বলে আউট তামিম। পঞ্চম ওভারের শেষ বল পুল করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন ১৬ বলে ১৫ রান করা তামিম।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৮/২ (৬.৩ ওভার)
ব্যাটিং: মুশফিকুর রহিম (১০*), লিটন কুমার দাস (৮*)।
আউট: সৌম্য সরকার, তামিম ইকবাল।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, মনিশ পান্ডে, রিসভ পান্ত, দিনেশ কার্তিক, ওয়াসিংটন সুন্দর, বিজয় শংকর, জয়দেব উন্দাকাত, যুজবেন্দ্র চাহাল, শার্দুল ঠাকুর
বাংলাদেশ সময়: ২০:১৮:০৩ ৯৪২ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম