মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮
মুক্ত খালেদা জিয়া থেকে বন্দী খালেদা জিয়া অনেক শক্তিশালী: এহসানুল হক মিলন
Home Page » জাতীয় » মুক্ত খালেদা জিয়া থেকে বন্দী খালেদা জিয়া অনেক শক্তিশালী: এহসানুল হক মিলন
বঙ্গ-নিউজ: বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন মুক্ত খালেদা জিয়া থেকে বন্দী খালেদা জিয়া অনেক শক্তিশালী।
বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে গত রবিবার মালয়েশিয়া বিএনপি পুচং তামানমাস শাখা আয়োজিত লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এহসানুল হক মিলন আরও বলেন, মাঝে মাঝে আওয়ামী লীগ নামক দলটির জন্য খুব মায়া হয়, বিএনপিকে বাংলাদেশের জনগণ থেকে দূরে সরাতে গিয়ে ক্রমান্বয়ে আওয়ামী লীগ আজ দেশের জনগণের কাছে এক বিষ ফোঁড়ার নাম।
সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলার মানুষ ভালোবাসে বিএনপিকে, বিশ্বাস করে বেগম খালেদা জিয়াকে। তাই জনগণ থেকে দূরে সরিয়ে রাখতেই দেশনেত্রীকে জেলে দেওয়া হয়েছে। সরকার মনে করেছিল জেলে দিলেই খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধাবোধ কমে যাবে, কিন্তু কি হলো? হিতে বিপরীত হয়ে গেল দেশনেত্রীর জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া, তিনি হয়ে গেলেন এই বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত মানুষের মা।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. কাজী সালাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. মিন্টু সরকার, মালয়েশিয়া শ্রমিক দল সভাপতি জোবায়েত হোসেন লিমন, পুচং তামানমাস বিএনপি উপদেষ্টা মো. আমিন, সহ-সভাপতি রাব্বী, নবী, সাধারণ সম্পাদক মোবারক কারী, সহ-সাংগঠনিক হাবিবুর রহমান হাবিব,যুবদল সভাপতি মো. ইব্রাহিম,সাধারন সম্পাদক ফরহাদ, যুগ্ন-সাধারণ সম্পাদক আজাদ, সাংগঠনিক সম্পাদক ফরিদসহ আরও অনেক নেতাকর্মী।
বাংলাদেশ সময়: ২০:০৬:২২ ১৭৩১ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম