মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮

কুষ্টিয়া সদর উপজেলার লক্ষীপুর বাসস্টান্ডে বাসের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৪

Home Page » আজকের সকল পত্রিকা » কুষ্টিয়া সদর উপজেলার লক্ষীপুর বাসস্টান্ডে বাসের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৪
মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজ কুষ্টিয়া প্রতিনিধিঃ  কুষ্টিয়া সদর উপজেলার লক্ষীপুর বাসস্টান্ড এলাকায় এসবি পরিবহনের একটি বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা মা ও মেয়েসহ ৪ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলেই মা মারা যান। মেয়েকে আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিহত অপর দু’জনের পরিচয় এখনও জানা যায়নি।

মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি রতন শেখ সমকালকে বলেন, এসবি পরিবহনের সামনের চাকা ফেটে গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৩ যাত্রীর মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন।

রতন শেখ আরও জানান, আহতদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১৩:১৫:২৪   ৫৬৭ বার পঠিত   #  #  #  #  #  #  #