মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮
এবার যে ১৬ জন স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন
Home Page » এক্সক্লুসিভ » এবার যে ১৬ জন স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন
বঙ্গ-নিউজ: জাতীয় পর্যায়ে ‘গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ’ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার ১৬ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘স্বধীনতা পুরস্কার-২০১৮’ প্রদানের জন্য চূড়ান্তভাবে মনোনীত করেছে।
মনোনীত ব্যক্তিরা হলেন- স্বধীনতা ও মুক্তিযুদ্ধে মরহুম কাজী জাকির হাসান (মরণোত্তর), শহীদ বুদ্ধিজীবী এস এম এ রাশীদুল হাসান (মরণোত্তর), প্রয়াত শংকর গোবিন্দ চৌধুরী (মরণোত্তর), এয়ার ভাইস মার্শাল সুলতান মাহ্মুদ বীর উত্তম এসিএসসি (অব.), মরহুম এম আব্দুর রহিম (মরণোত্তর), প্রয়াত ভূপতি ভূষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী (মরণোত্তর), শহিদ লে. মো. আনোয়ারুল আজিম (মরণোত্তর), মরহুম হুমায়ুন রশীদ চৌধুরী (মরণোত্তর), শহীদ আমানুল্লাহ্ মোহাম্মদ আসাদুজ্জামান (মরণোত্তর), শহিদ মতিউর রহমান মল্লিক (মরণোত্তর), শহীদ সার্জেন্ট জহুরুল হক (মরণোত্তর) ও আমজাদুল হক; চিকিৎসা বিদ্যায় অধ্যাপক ডা. এ কে এমডি আহসান আলী; সমাজসেবায় অধ্যাপক এ কে আজাদ খান; সাহিত্যে সেলিনা হোসেন এবং খাদ্য নিরাপত্তায় ড. মো. আব্দুল মজিদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাধীনতা পুরস্কার’ ২০১৮ প্রদান করবেন।
বাংলাদেশ সময়: ১০:০৯:৩৩ ৫২৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম