রবিবার, ৪ মার্চ ২০১৮
মুহম্মদ জাফর ইকবালের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে জাবিতে মানব বন্ধন
Home Page » আজকের সকল পত্রিকা » মুহম্মদ জাফর ইকবালের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে জাবিতে মানব বন্ধনআনোয়ার ইউনুস বঙ্গ-নিউজ: লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি শহীদ মিনারের পাদদেশে মানব বন্ধনের আয়োজন করে। উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম।
প্রো-উপাচার্য অধ্যাপক ড.মোঃ আমির হোসেন। উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি নুরুল আলম ও সাধারন সম্পাদক বশির আহমেদ। এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণসহ বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:২১:৪৮ ৬৫৬ বার পঠিত