শনিবার, ৩ মার্চ ২০১৮

জিয়া দুর্নীতি প্রতিষ্ঠা করেন, এরশাদ সেটিকে শিল্পে পরিণত করেন

Home Page » জাতীয় » জিয়া দুর্নীতি প্রতিষ্ঠা করেন, এরশাদ সেটিকে শিল্পে পরিণত করেন
শনিবার, ৩ মার্চ ২০১৮



 

 

ফাইল ছবি-রাশেদ খান মেনন বঙ্গ-নিউজ: বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, জিয়া ক্ষমতায় এসে দেশে দুর্নীতি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এরশাদ ক্ষমতায় এসে সেটিকে শিল্পে পরিণত করেছেন। এ কারণে দেশের অগ্রগতিতে বারবার বাধা এসেছে।

শনিবার (১ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২১ দফা দাবিতে ওয়ার্কার্স পার্টির সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয় ও দলীয় সংগীতের মধ্যে দিয়ে বিকেল ৩ টায় শুরু হয় সমাবেশ। দলের সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ছাড়াও বক্তব্য রাখেন পলিট ব্যুরো সদস্য বিমল বিশ্বাস, আনিসুর রহমান, ড. সুশান্ত দাস, ইকবাল কবির জাহিদ, নুর আহমদ বকুল, হাজেরা সুলতানা এমপি প্রমুখ।

মেনন বলেন, এই সোহরাওয়ার্দী উদ্যানে মওলানা ভাষানী ও বঙ্গবন্ধু ভাষন দিয়েছে এটি আমাদের একটি ঐতিহাসিক স্থান। আজকে দেশের বিভিন্ন জায়গা থেকে মজলুম জনতা এক হয়েছে। এতে আমি আনন্দিত হয়েছি।

তিনি বলেন, স্বাধীনতার পর জিয়া ক্ষমতায় এসে যুদ্ধ অপরাধিদের সংসদে বসিয়ে দেশকে কলঙ্কিত করেছে। মজলুম জনতা তাকে কখন ক্ষমা করবে না।

সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, যারা সংবিধানে বিশ্বাস করে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। অংশগ্রহণমূলক নির্বচান সংবিধান মোতাবেক হবে। স্বাধীনতা বিরোধীদের নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব নয়।

পার্টির সাধারণ সম্পাদক বলেন, ঐক্যকে বজায় রাখতে হলে ৭ মার্চের ভাষণ ধারণ করতে হবে। একদিনের জন্য যদি মুক্তিযুদ্ধের শক্তি ঐক্য হারায় তাহলে কতো ২১ আগস্ট হবে, জঙ্গি হামলা হবে তা বলা যাবে না। পেছনের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।

বাংলাদেশ সময়: ২১:৩৫:০২   ৫২১ বার পঠিত   #  #  #  #  #  #