শনিবার, ৩ মার্চ ২০১৮

জাফর ইকবালের উপর হামলার ঘটনায় প্রধানমন্ত্রী নিন্দা জানিয়েছেন

Home Page » জাতীয় » জাফর ইকবালের উপর হামলার ঘটনায় প্রধানমন্ত্রী নিন্দা জানিয়েছেন
শনিবার, ৩ মার্চ ২০১৮



প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গ-নিউজ: বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে মাথায় ছুরিকাঘাত করা হয়েছে।

এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর পেয়ে তিনি ড. জাফর ইকবালের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন।

হামলার পর তাৎক্ষণিক সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ড. জাফর ইকবালকে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে অপারেশন থিয়েটারে (ওটি) নেয়া হয়।

তবে তার অবস্থা আশংকামুক্ত বলে জানিয়েছে চিকিৎসক।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ঢাকায় আনা হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনার সিদ্ধান্ত হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে। বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার ওপর হামলা করে এক যুবক। হামলাকারীকে গণপিটুনি দিয়ে আটক করেছে শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে ট্রিপল-ই বিভাগের অনুষ্ঠানের মঞ্চে তাকে পিছন দিক থেকে মাথায় ছুরিকাঘাত করে ওই যুবক।

প্রধানমন্ত্রী ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন বলে তাঁর প্রেস সচিব জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১:২০:২২   ৫৪৩ বার পঠিত   #  #  #  #  #  #