শনিবার, ৩ মার্চ ২০১৮

ড. মুহম্মদ জাফর ইকবালে মাথায় ছুরিকাঘাতকারী একজনকে আটক করা হয়েছে

Home Page » এক্সক্লুসিভ » ড. মুহম্মদ জাফর ইকবালে মাথায় ছুরিকাঘাতকারী একজনকে আটক করা হয়েছে
শনিবার, ৩ মার্চ ২০১৮



 

ছবি:ইন্টারনেট থেকে বঙ্গ-নিউজ: লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে মাথায় ছুরিকাঘাত করা হয়েছে।

আজ বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই হামলাকারীর নাম পরিচয় জানা যায়নি। তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন -এ তে আটক করে রাখা হয়েছে। ছবি সংগৃহীত


জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় শুক্রবার (২ মার্চ) ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দুইদিনব্যাপী অনুষ্ঠান চলছিল। গতকাল বিভাগীয় সভাপতি হিসেবে এর উদ্বোধন করেছিলেন ড. জাফর ইকবাল। শনিবার বিকালে এর সমাপনী অনুষ্ঠানে যাওয়ার পথে ক্যাম্পাসের মুক্তমঞ্চ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক মো. রাশেদ তালুকদার জানিয়েছেন, মুক্তমঞ্চ এলাকায় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে ড. জাফর ইকবলের মাথায় আঘাত করা হয়। তবে সঙ্গে সঙ্গে হামলাকারীকে আটক করা হয়েছে। হামলাকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাকি বহিরাগত তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

ড. জাফর ইকবালের ব্যক্তিগত সহকারী জয়নাল আবেদীন জানান, স্যারকে মাথায় আঘাত করা হয়েছে। এ মুহূর্তে তিনি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৯:৫৫:৪০   ৬৫৬ বার পঠিত   #  #  #  #  #  #