শনিবার, ৩ মার্চ ২০১৮

ভাঙ্গায় প্রেমের ফাঁদে ব্যবসায়ী, নারীসহ গ্রেফতার-২

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় প্রেমের ফাঁদে ব্যবসায়ী, নারীসহ গ্রেফতার-২
শনিবার, ৩ মার্চ ২০১৮



---

বঙ্গ-নিউজ:- ফরিদপুরের ভাঙ্গা বাজারের টাইলস ব্যবসায়ী জিকরিয়া মোল্লার নিকট থেকে দুই দফায় প্রতারণা করে ৮ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নারীসহ ২ জনকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
শনিবার উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের দক্ষিণকান্দা গঙ্গাধরদী গ্রামের প্রবাসী এসকেন্দার খন্দকারের স্ত্রী সুবর্ণ খন্দকার (৪০) ও ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামের সাহাবুদ্দিন মোল্লার ছেলে সোহাগ মোল্লাকে (৩০) গ্রেফতার করে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করেছে ভাঙ্গা থানা পুলিশ।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান বলেন, প্রেমের ফাঁদ পেতে প্রবাসীর স্ত্রী সুবর্ণ খন্দকার সোহাগ মোল্লার সহযোগিতায় জিকরিয়ার নিকট থেকে দুদফায় ৮ লক্ষ ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পেয়ে এদেরকে গ্রেফতার করি। ইতোমধ্যে ওডিও ফোনালাপ, ভিডিও উদ্ধার করেছি যাতে প্রতারণার প্রমাণ রয়েছে।

এ বিষয়ে সুবর্ণ খন্দকার বলেন, দীর্ঘদিন যাবৎ আমার সাথে প্রেমের গভীর সম্পর্ক করে বিভিন্ন সময় আমার কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেয় ব্যবসায়ী জিকরিয়া। এখন জিকরিয়ার উল্টো আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।
মামলার বাদী জিকরিয়াকে ফোনে মামলার বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমি অসুস্থ এ ব্যপারে আমার মামা সাংবাদিক সাইফুল্লাহ শামিম সব জানে, আপনি তাকে ফোন করে জেনে নিন এই বলে বিষয়টি এড়িয়ে যায়।

উল্লেখ্য যে, জিকরিয়া মোল্লা ও সোহাগ মোল্লা সম্পর্কে মামা ভাগনে।

বাংলাদেশ সময়: ১৯:৩৫:৩১   ৭১৭ বার পঠিত