শুক্রবার, ২ মার্চ ২০১৮
হাওরকবি জীবন কৃষ্ণ সরকারের এবারের কবিতা “রক্তরাঙ্গা শিমুলিয়া”
Home Page » বিবিধ » হাওরকবি জীবন কৃষ্ণ সরকারের এবারের কবিতা “রক্তরাঙ্গা শিমুলিয়া”রক্তরাঙ্গা শিমুলিয়া
ভোরের কলকল সমীরণ,তেজোময় প্রহরের রিমঝিম আলোক জ্যোতি, বিকেল বেলার শান্ত পবনিয়া,
সবি যেনো একাকার সম্মিলন রক্তরাঙ্গা ঐ শিমুলিয়ায়।
বলছি হাওরশিরা যাদুকাটা হ্রদিনীর তটে মনোলোভা, চিত্মহরিণী, মায়াবী শিমুলতলা কথন।
নিয়ত অযুত সৌন্দর্য পিপাসুর স্বর্গ যেখানে হাতের মুঠোয়,সেটিই হচ্ছে হাওরের সৌন্দর্যের রাণী
যাদুকাটার যাদুর আঁকর ঐ শিমুলিয়া।
শান্তি যদি নেমে থেকে এ ধরায়-
ওরে তোরা দেখবে কে কে আয়,
দেখে যা এক ফলক,
শিমুলের রঙ্গীন আভার ঝলক।
শিমুলের ডাল যেনো মনুষ্য বাহুর ন্যায় হাত উড়িয়ে ডাকিছে সবাকারে-
“এসো,এসো হে নবীণ,প্রবীণ,ভ্রমণ পিপাসুগন,
আমরা তিন হাজার সহোদর একপায়ে রয়েছি দাঁড়িয়ে,রবো চিরকাল-
তবু বলি তোমাদেরই পদভারে মুখরিত হোক
আমাদের এই শিমুলিয়ার প্রতিটি সোনালী সকাল।”
০১/০৩/১৮
কেন্দ্রীয় হাওরবাংলা সাহিত্য পাঠাগার,ধর্মপাশা,সুনামগঞ্জ।
বাংলাদেশ সময়: ২০:৫৮:৪০ ৬১৭ বার পঠিত