শুক্রবার, ২ মার্চ ২০১৮

আশরাফ গনির আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তালেবান

Home Page » জাতীয় » আশরাফ গনির আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তালেবান
শুক্রবার, ২ মার্চ ২০১৮



ফাইল ছবি বঙ্গ-নিউজ: আফগান প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গনির আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তালেবান। এক বিবৃতিতে তারা বলেছে, আলোচনার প্রস্তাব ষড়যন্ত্রের অংশ এবং এর মাধ্যমে তালেবানকে আত্মসমর্পণে রাজি করানোর চেষ্টা চলছে।

তালেবান আরও বলেছে, আফগান প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়ে আলোচনায় বসার অর্থ হচ্ছে তার সরকারকে স্বীকৃতি দেয়া। তালেবান আফগান সরকারকে বৈধ সরকার বলে মনে করে না।

আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গনি কাবুলে দ্বিতীয় আন্তর্জাতিক শান্তি সম্মেলনে বলেছেন, তার সরকার তালেবানের সঙ্গে শর্তহীন আলোচনায় প্রস্তুত রয়েছে। ওই গোষ্ঠীকে রাজনৈতিক স্বীকৃতি দেওয়ারও প্রস্তাব দেন তিনি।

এর আগেও তালেবান গোষ্ঠী আফগান সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছিল, দখলদার সেনাদের প্রত্যাহার না করা পর্যন্ত তারা কোনো আলোচনায় যাবে না।

তবে সম্প্রতি তালেবান খোদ আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। পার্সটুডে

বাংলাদেশ সময়: ১০:৪৫:৪৩   ৫২৯ বার পঠিত   #  #  #  #  #  #