শুক্রবার, ২ মার্চ ২০১৮

একটি পতাকাই একটি জাতির অস্তিত্বের প্রতীক, আজ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস

Home Page » এক্সক্লুসিভ » একটি পতাকাই একটি জাতির অস্তিত্বের প্রতীক, আজ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস
শুক্রবার, ২ মার্চ ২০১৮



ফাইল ছবি বঙ্গ-নিউজ: একটি পতাকাই একটি জাতির অস্তিত্বের প্রতীক। ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগ্রামী ছাত্র সমাজের উদ্যোগে কলাভবন প্রাঙ্গণে বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে বাঙালিরা সমস্ত পৃথিবীর সামনে ঘটিয়েছিল এক বিরল ঘটনা।

১৯৭১ সালের এই দিনে কারফিউ ভেঙে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে ছাত্র-জনতার বিশাল সমাবেশে তৎকালীন ডাকসু ভিপি আ স ম আব্দুর রব ও ডাকসু নেতারা উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা।

হাজার বছরের বাঙালির যে সংগ্রাম তারই চূড়ান্ত একটি পর্যায় লাল সবুজের এই পতাকা। এর সঙ্গে জড়িয়ে রয়েছে কোটি জনতার আবেগ আর অনুভূতি।

বাংলাদেশ সময়: ১০:৩৭:২৩   ৫৮৩ বার পঠিত   #  #  #  #  #  #