শুক্রবার, ১৪ জুন ২০১৩
হ্যাকারদের ‘পছন্দে’ ৭ নম্বরে বাংলাদেশ
Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » হ্যাকারদের ‘পছন্দে’ ৭ নম্বরে বাংলাদেশবঙ্গ- নিউজ ডটকমঃ বিশ্বে যখন বড় ধরনের কোনো হ্যাকিংয়ের ঘটনা সংবাদের শিরোনাম হয়, অধিকাংশ ক্ষেত্রেই যু্ক্তরাষ্ট্র বা চীনের নাম সর্বাগ্রে চলে আসে। তবে মস্কোভিত্তিক অ্যান্টিভাইরাস সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাব বলছে, চীন বা যুক্তরাষ্ট্র নয়, পূর্ব ইউরোপ ও এশিয়ার উন্নয়নশীল দেশগুলোই হ্যাকারদের ‘পছন্দের’ শীর্ষে রয়েছে। অনলাইনে সবচেয়ে বেশি হামলার শিকার হয়- সম্প্রতি এমন ২০টি দেশের একটি তালিকা করেছে ক্যাসপারস্কি ল্যাব। তালিকাটি গত বুধবার প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও অর্থনীতিভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ। তালিকার শীর্ষে রয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। ক্যাসপারস্কি ল্যাবের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার ৫৯ শতাংশ কম্পিউটার ব্যবহারকারী কোনো না কোনো ভাবে অনলাইন আক্রমণের শিকার হন। তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। আর বিশ্বের ২০টি দেশের মধ্যে ৭ নম্বরে থাকা বাংলাদেশের ৫২ শতাংশ কম্পিউটার ব্যবহারকারী অনলাইন হামলার শিকার হয় বলে দাবি করছে ক্যাসপারস্কি ল্যাব।
বাংলাদেশ সময়: ১০:৪৪:১৬ ৪১৪ বার পঠিত