শুক্রবার, ১৪ জুন ২০১৩

সাঈদীদের রায়ে জাতিসংঘের ‘হস্তক্ষেপ’ দাবি

Home Page » জাতীয় » সাঈদীদের রায়ে জাতিসংঘের ‘হস্তক্ষেপ’ দাবি
শুক্রবার, ১৪ জুন ২০১৩



sayedee_5120_0.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীসহ অন্যদের মৃত্যুদণ্ডের রায়ে জাতিসংঘের ‘হস্তক্ষেপ’ চেয়েছেন তাদের বৃটিশ আইনজীবীরা।সাঈদীর পক্ষে বিচার প্রক্রিয়ায় অংশ নিতে চাওয়া বৃটিশ আইনজীবী টোবি ক্যাডম্যান জাতিসংঘের বিচার-বহির্ভূত হত্যা বিষয়ক বিশেষ রেপোটিয়ারকে চিঠি দিয়েছেন বলে এক খবরে জানিয়েছে প্রভাবশালী বৃটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
সাঈদীসহ অন্য জামায়াত নেতাদের বিচার নিয়ে প্রচার ও তদবির চালিয়ে আসা বৃটিশ ওই আইনজীবীদের দাবি, সাঈদীর বিচার ‘স্বচ্ছ’ হয়নি।
টোবির নেতৃত্বে আরো কয়েকজন আইনজীবী সাঈদী ছাড়াও সাজাপ্রাপ্ত অন্যান্য মানবতাবিরোধী অপরাধীদের বিচারেও জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালে সাক্ষীদের অপহরণ, আসামিপক্ষের আইনজীবীদের নির্যাতন ও বিচারক পরিবর্তনের মতো ঘটনা ঘটেছে- এমন অভিযোগ করে জাতিসংঘের বিশেষ রেপোটিয়ারকে দেয়া চিঠিতে ব্যারিস্টার টোবি ক্যাডম্যান লিখেছেন, শুরু থেকেই বাংলাদেশ স্বচ্ছ ও মানসম্পন্ন বিচারিক প্রক্রিয়া নিশ্চিতে দুঃখজনকভাবে ব্যর্থ হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৪১:৪৭   ৪২৭ বার পঠিত