বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮
হাওরকবি জীবন কৃষ্ণ সরকারের কবিতা “হাওর পারে জন্ম মোদের”
Home Page » বিবিধ » হাওরকবি জীবন কৃষ্ণ সরকারের কবিতা “হাওর পারে জন্ম মোদের”হাওর পাড়ে জন্ম মোদের
হাওর পাড়ে জন্ম মোদের
হাওর পাড়ে বাস,
একটুখানি বন্যা হলেই
বাঁচার নেইকো আশ।
তবুও ভাই বাঁচার জন্য
ভয় করি না কিছু,
যদিও দুঃখ,দুর্দশা
লেগেই আছে পিছু।
ক্ষণিক সময় পেরুলেই ভাই
দুঃখ ভুলে যাই,
মনের সুখে হাওর বুকে
নৌকোতে গান গাই।
বছর বছর ফসল ফলায়
এই হাওরের মানুষ,
প্রায় বছরই বন্যার পানি
সব করে দেয় তুষ।
হাওর পাড়ে তখন চলে
কান্না কাটির রোল
মনের দুখে সবাই বলে
চাষ করাটাই ভুল।
বর্ষা শেষে আবার যখন
পৌষ মাঘ মাস আসে,
চাষ তখন ঠিকই করে
চির অভ্যাসের বশে।
এই ভাবেতে হাওরবাসীর
চলছে জীবন গাড়ী,
অতীত স্মৃতি ভুলেই মোরা
(আবার) বাঁচার জন্য লড়ি।
১৪/০৪/১৭
কবিকুঞ্জ,বাট্টা।
বাংলাদেশ সময়: ২১:৫৭:৩০ ৬৩১ বার পঠিত