বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮
বড়খাতা বাজারে ৭০ পিস ইয়াবাসহ আটক -১ .
Home Page » বিবিধ » বড়খাতা বাজারে ৭০ পিস ইয়াবাসহ আটক -১ .বঙ্গ-নিউজঃ মোঃ শরিফুল ইসলাম হাতীবান্ধা থানা প্রতিনিধিঃলালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতায় বিশেষ অভিযান চালিয়ে শামীম রায়হান বুলেট(২৬) মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাতে বড়খাতা টাঙ্গাইল মিষ্টি ঘরের পাশ থেকে আটক করা হয়। আটককৃত শামীম রায়হান বুলেট বড়খাতা বাজারের একজন কাপর ব্যবসায়ী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার এসঅাই মোঃ মিজানুর রহমান সহ সংগীয় অফিসার ও ফোর্স অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা সহ শামীম রায়হান বুলেটকে আটক করেন।
হাতীবান্ধা থানার এসঅাই মোঃ মিজানুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,ধারা ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১)টেবিলের ৯(খ)রুজু করা হয়েছে। বড়খাতার আরও কিছু মাদক ব্যবসায়ীকে আটকের জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হবে ।
বাংলাদেশ সময়: ১৮:১৩:৩০ ৫২৯ বার পঠিত