বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮
শুক্রবার বাংলাদেশে আসছেন ট্রাম্পের উপসহকারী লিসা কার্টিস
Home Page » জাতীয় » শুক্রবার বাংলাদেশে আসছেন ট্রাম্পের উপসহকারী লিসা কার্টিস
বঙ্গ-নিউজ: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর লিসা কার্টিস তিনদিনের সফরে আগামী শুক্রবার (২ মার্চ) বাংলাদেশে আসছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এমন তথ্য জানা গেছে।
মার্কিন প্রেসিডেন্টের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট তার এ সফরে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক ছাড়াও মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য কক্সবাজার যাবেন তিনি। এছাড়াও পররাষ্ট্রসচিব মো: শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন লিসা কার্টিস।
তিনি এ সফরকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১০:৫৩:২০ ৬০১ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম