মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮
হাওরকবি জীবন কৃষ্ণ সরকারের কবিতা “বাঁধ ভাঙ্গার পানি”
Home Page » বিবিধ » হাওরকবি জীবন কৃষ্ণ সরকারের কবিতা “বাঁধ ভাঙ্গার পানি”বাঁধ ভাঙ্গার পানি
সোনার ফসল ফলেছে সোনার মাঠে
কিন্তু তাতে কি? বিধি যে বাম হয়ে আছে,
ফসলের রং হলদে না হতেই পরে গেলো বিধাতার কোপানলে। শুরু হলো শিলা বৃষ্টি,সাথে তুমুল বাতাস সমেত ঝড়।
শিলাবৃষ্টির আক্রোশে পরে ঢেড় পরিমান ধান ঝড়ে গেলো জননী বৃক্ষ হতে।
তবুও কৃষক আশায় বুক বাঁধলো এই ভেবে,অন্তত কিছু তো পাবো,তাতেই অল্প অল্প
খেয়ে পড়ে বছর পাড়ি দেবো মোরা।
তাও সইলোনা বিধির গায়,
শুরু হলো নদীর জল বৃদ্ধি,
বৃদ্ধি পেতে পেতে এক সময় জাঙ্গাল গড়িয়ে চললো পানি।
হঠাৎ শুরু হলো কালবৈশাখী ঝড়,
প্রবল বাতাস আর বৃষ্টিতে এক সময় ভেঙ্গে গেলো
হাওরের বাঁধ,ঢুকে গেলো পানি হাওরে।
একদিকে বাঁধ ভাঙ্গার পানি অন্যদিকে
তুমুল বৃষ্টি,আর কি রক্ষিতে পারে নিজেকে?
একের পর এক তলিয়ে গেলো সোনার ফসলখানি,
কৃষকের ক্রন্দন ও পারেনি গলাতে বিধাতার মন,
এভাবেই চলছে হাজার বছর ধরে হাওর পাড়ের নেহায়েত কৃষকের জীবন।
২০/০৪/১৭
দাতিয়াপাড়া
বাংলাদেশ সময়: ২১:৪৩:৪৬ ৫৬৯ বার পঠিত