শুক্রবার, ১৪ জুন ২০১৩
” আইসিসি চাম্পিয়ন ট্রফি: ৭ উইকেটে শ্রীলঙ্কা জয়”
Home Page » খেলা » ” আইসিসি চাম্পিয়ন ট্রফি: ৭ উইকেটে শ্রীলঙ্কা জয়”বঙ্গ- নিউজ ডটকমঃ আইসিসি চাম্পিয়ান ট্রাফির অষ্টম ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে পরাজিত করেছে শ্রীলঙ্কানরা।এ ম্যাচে ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে মোট ২৯৩ রান করে। এর বিপরীতে শ্রীলঙ্কানরা ৪৭ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে ২৯৭ রান করে বিজয়ী হয়।
আরও জানা যায়, শ্রীলঙ্কার মোট রান রেট ছিল ৬ দশমিক ২৯ এবং ইংল্যান্ডে রান রেট ছিল ৫ দশমিক ৮৬। এছাড়া শ্রীলঙ্কা শেষ ৫ ওভারে মোট ৫৮ রান সংগ্রহ করে। অর্থাৎ শেষ ৫ ওভাবে শ্রীলঙ্কার রান রেট ছিল ১১ দশমিক ৬০ রান।
এ ম্যাচে কুমার সাঙ্গাকারা সর্বোচ্চ ১৩৪ রান করেন। এর জন্য তাকে ১৩৫টি বলে মুখোমুখি হতে হয়। যার মধ্যে মোট ১২টি ৪ হাকালেও সাঙ্গাকারা কোনও ৬ মারতে পারননি। কুমার সাঙ্গাকারা একদিনের ম্যাচ খেলেছেন মোট ৩৪২টি। মোট রান করেছেন ১১ হাজার ২২৮। এর মধ্যে সর্বোচ্চ রান করেছেন ১৩৮। তার গড় রান ৩৯ দশমিক ২৫ রান।
অন্যদিকে, সাঙ্গাকারা এবং নোয়ান কুলাসেকারা ১১০ রানের পার্টনারশিপ গড়েন। যার মধ্যে সাঙ্গাকারা ৪৪ এবং কুলাসেকারা ৫৮ রান করেন।
ইংল্যান্ডের ব্যাটস ম্যানদের মধ্যে কুক ৫৯, বেল ২০, ট্রট ৭৬, রুট ৬৮, মর্গান ১৩, বাটলার ০, বোপারা ৩৩, ব্রেসন্যান ৪, ব্রড ৭ এবং অন্যান্য ১৩ সহ মোট ২৯৩ রান করে।
অন্যদিকে, শ্রীলঙ্কারন ব্যাটস ম্যানদের মধ্যে পেরেরা ৬, দিলশান ৪৪, সাঙ্গাকারা ১৩৪, জয়বর্ধন ৪২ এবং কুলাসেকারা ৫৮ এবং অন্যান্য ১৩ রানসহ মোট ২৯৭ রান সংগ্রহ করে ৭ উইকেটে জয়ী হয়।
শ্রীলঙ্কান বোলার মালিঙ্গা, আরএমএস এরানগা এবং হেরাথ প্রত্যেকে ২টি করে মোট ৬টি এবং কুলাসেকারা ১টি উইকেট পান।
অন্যদিকে, ইংল্যান্ডের বোলারদের মধ্যে জেএম এন্ডারসন ২টি এবং জিপি সোয়ান ১টি উইকেট পান
বাংলাদেশ সময়: ৭:৫৯:৫৩ ৪৮৬ বার পঠিত