মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮
রাষ্ট্রপতি আজ দেশে ফিরবেন
Home Page » জাতীয় » রাষ্ট্রপতি আজ দেশে ফিরবেন
বঙ্গ-নিউজ: সিঙ্গাপুরে মেডিকেল চেকআপ শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে দেশে ফিরবেন।
রাষ্ট্রপতির সহকারি প্রেস সচিব ইমরানুল হাসান জানান, ‘রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেডের একটি নিয়মিত বিমান রাত ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
এপিএস আরো জানান, স্বাস্থ্য চেকআপ ও চোখের চিকিৎসার জন্য ছয়দিনের সফর শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদের সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে সিঙ্গাপুরের চেঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা।
সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানাবেন।
রাষ্ট্রপতি সিঙ্গাপুর এয়ালাইন্স লিমিটেডের একটি নিয়মিত বিমানে গত ২১ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
বাংলাদেশ সময়: ১৩:০৬:১৮ ৪৭১ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম