
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮
ভিক্ষুকদের পুনর্বাসন দেবে আওয়ামী লীগ:সুজিত রায় নন্দী
Home Page » জাতীয় » ভিক্ষুকদের পুনর্বাসন দেবে আওয়ামী লীগ:সুজিত রায় নন্দী
বঙ্গ-নিউজ: ভিক্ষুকদের পুনর্বাসন দেবে আওয়ামী লীগ বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর এক রেস্টুরেন্টে এসোসিয়েশন ফর রিচার্স এন্ড হিউম্যান রাইটস (এলাট) আয়োজিত আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।
আওয়ামী লীগের এ নেতা বলেন, দেশের যা কিছু অর্জন আওয়ামী লীগ এর আমলে হয়েছে। বাংলাদেশ আজ বিশ্বের বুকে মডেল দেশে পরিণত হয়েছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে দেশের সর্বত্র মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জয়লাভ করা দরকার। এসময় তিনি জজকোর্ট এলাকা ভিক্ষুকমুক্ত করার জন্য আইনজীবীদের কাছ থেকে তালিকাও চেয়েছেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ আজ বিশ্বস্বীকৃত। আওয়ামী লীগ সরকারের আমলে দেশে জাতীয় অন্তর্জাতিক অর্জন রয়েছে।
আয়োজক সংগঠনের সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে সভায় আরো বক্তৃতা করেন এ্যাড. নাসির উদ্দিন খান সম্রাট, আইনজীবী জাকির হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২:৫৯:৩০ ১৩৫০ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম