মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮

পাকিস্তানলীগে হেরেও স্বাচ্ছন্দে কাটার মাস্টার মোস্তাফিজ

Home Page » ক্রিকেট » পাকিস্তানলীগে হেরেও স্বাচ্ছন্দে কাটার মাস্টার মোস্তাফিজ
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮



বঙ্গ নিউজ ডেস্ক- মোস্তাফিজুর রহমান লাহোর কালান্দারসের হয়ে খুব খারাপ  খেলছেন না । পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের বিপক্ষে বল হাতে মাত্র ২২ রানের বিনিময়ে হাতিয়ে নিয়েছেন ১ উইকেট । দূর্ভাগ্য যে, লাহোর ম্যাচটা জয়ের কোঠায় আনতে না পারায়, টানা তিন ম্যাচে হারের মুখ দেখল মোস্তাফিজের দল লাহোর।

---

প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রান তুলেছিল করাচি। মোস্তাফিজ (১/২২) ছাড়াও মোটামুটি ভালো করেছিলেন সুনীল নারাইন (২/১৮) ও ইয়াসির শাহ (২/২৫)।
জবাবে শহীদ আফ্রিদি ও উসমান খানে বোলিংয়ে ১৮.৩ ওভারে ১৩২ রানে গুটিয়ে যায় লাহোর। আফ্রিদি ১৯ রানে তুলে নেন ৩ উইকেট। উসমান ৩ উইকেট পেয়েছেন ২৬ রানে।
নিজের প্রথম বলেই বাবর আজমকে ফিরিয়েছিলেন মোস্তাফিজ। মেডেন দিয়ে শুরু করেছিলেন নিজের স্পেল। ব্যাটসম্যানদের ব্যর্থতায় জয়ের উল্লাসটিই কেবল করতে পারলেন না বাংলাদেশের এই তারকা।

বাংলাদেশ সময়: ১১:৪৪:০৮   ৭৩৬ বার পঠিত