সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮

হাওরকবি জীবন কৃষ্ণ সরকারের কবিতা “বাতাসে লাশের গন্ধ”

Home Page » বিবিধ » হাওরকবি জীবন কৃষ্ণ সরকারের কবিতা “বাতাসে লাশের গন্ধ”
সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮



বাতাসে লাশের গন্ধ

টানা বর্ষণ, কৃষককুল নির্ঘুম
বারিধি যে বারি পূর্ণ থেকে পূর্ণতর হচ্ছে
লাফিয়ে লাফিয়ে বাড়ছে বারিদলের উচ্চতা
বাঁধের পাড়ে হাজারো মানুষের ঢল
কখন থামবে বৃষ্টি? কখন থামবে বারিদলের উচ্চতা বৃদ্ধি?

ওপারে সোনার ফসল সবুজকায় হয়েছে মাত্র,
ক-দিন পর রঙ্গিন শোভিত হবে,
চাষীরা ফসল তুলবে ঘরে,ফুটবে কৃষকের মুখে হাসি।

কিন্তু বিধি বাম!
চাহিলনা অন্তর্যামী,ভেঙ্গে গেলো বাঁধ
শো শো শব্দে মুহুর্তে তলিয়ে গেলো সবুজিমা,
তলিয়ে গেলো কৃষকের স্বপ্ন।

দিন কয়েক পর সবুজিমা পঁচে বিষাক্ত হলো
সেই বিষ পান করলো জলমীনেরা
পরিণামে মৃত্যু তাদের গ্রাস করলো,
একে একে লাশ আর লাশ ভাসতে লাগলো।

বাতাসে লাশের গন্ধ-
মাছের লাশ,গাছের লাশ
কোথায় যাবে হাওরবাসী?
ঠিকানা কেবল তিনিই জানেন
যিনি সৃজিয়াছেন এই হাওরবাসীকে
প্রভু রক্ষা করো মোদের।

১৯.০৪.১৭
দাতিয়াপাড়া

বাংলাদেশ সময়: ১৮:২৫:৪৯   ৫৬৪ বার পঠিত