রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮

লালমনিরহাট পাটগ্রামে আওয়ামীলীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Home Page » আজকের সকল পত্রিকা » লালমনিরহাট পাটগ্রামে আওয়ামীলীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮



পাটগ্রামে আওয়ামীলীগের প্রতিবাদ সভা

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক প্রতিবাদ সভায় বক্তাগণ বলেন, মোতাহার হোসেন এমপি উন্নয়নের অগ্রদূত। ওনার মাধ্যমেই লালমনিরহাট জেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি মহল সব সময় ষড়যন্ত্র করছে। কিন্তু তাদের সে ষড়যন্ত্র সফল হবে না।

শনিবার সন্ধার আগে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ারুল ইসলাম নাজুর সভাপতিত্বে পাটগ্রাম সরকারী কলেজ মাঠে আয়োজিত উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি।

আরও বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এ্যাডভোকেট সফুরা বেগম রুমি, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, পাটগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান, পৌর মেয়র শমসের আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবা উদ্দিন, অধ্যক্ষ মিজানুর রহমান নিলু,বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ, আবু বক্কর সিদ্দিক শ্যামল। উপজেলা মহিলালীগ সভানেত্রী সাজেদা আক্তার, বাউরা ইউপি আওয়ামীলীগ সভাপতি রাবিউল ইসলাম মিরন, বুড়িমারী ইউপি আওয়ামীলীগ আহবায়ক তাহাজুল ইসলাম মিঠু প্রমুখ।

উল্লেখ্য, ২১জানুয়ারী দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘‘ লালমনিরহাটে মোতাহার সাজ্য’’- শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। উক্ত সংবাদের প্রতিবাদে পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১:০৫:২৪   ৭৭১ বার পঠিত   #  #  #  #  #  #