শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কি.মি. যানজট

Home Page » প্রথমপাতা » ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কি.মি. যানজট
শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮



 dhaka-tangaile

মোঃফজলুল হক, বঙ্গ নিউজঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় থেকে টাঙ্গাইলের পাকুল্লা পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকেই থেমে থেমে চলছে যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

হাইওয়ে পুলিশ জানায়, গভীর রাত থেকেই ঢাকা-টাঙ্গাইল মহসড়কে দূরপাল্লার বাস ও পণ্য পরিবহনের চাপ বেড়ে যাওয়ায় এবং মহাসড়কের গোড়াই অংশে বেশ কয়েকটি যানবাহন বিকল হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়।

মহাসড়কের চার লেনের কাজ চলমান থাকা এবং যত্রতত্র গাড়ি পার্কিং ও চালকদের ওভারটেকিং প্রবণতার কারণেও যানজটের মাত্রা বেড়ে যাচ্ছে কয়েক গুণ। ফলে চন্দ্রা পল্লীবিদ্যুৎ, চন্দ্রা ত্রিমোড়, বাড়ইপাড়া, খাড়াজোড়া, কালিয়াকৈর বাইপাস, উত্তরহিজলতলী ও সুত্রাপুর বোর্ডঘর এলাকায় এই যানজট সৃষ্টি হয়েছে।

এছাড়া একই মহাসড়কের টাঙ্গাইল, গোড়াই, মির্জাপুর ও পাকুল্লা পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ফলে ১০ মিনিটের রাস্তা অতিক্রম করতে সময় লাগছে ১ ঘণ্টারও বেশি। এতে ভোগান্তিতে পড়েছে কর্মস্থলগামী যাত্রী ও চালকরা।

সালনা/কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা জানান, মির্জাপুর, গোড়াইসহ বেশ কয়েকটি স্থান যানবাহন বিকল হয়ে যাওয়ায় ভোর ৪টার পর থেকে যানজটের সৃষ্টি হয়। তবে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩:৪২:৩০   ৫০৫ বার পঠিত