শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮

ঢাকায় আসছেন শান্তিতে নোবেল বিজয়ী তিন নারী

Home Page » জাতীয় » ঢাকায় আসছেন শান্তিতে নোবেল বিজয়ী তিন নারী
শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮



 

ফাইল ছবি বঙ্গ-নিউজ: রোহিঙ্গাদের নিয়ে কাজ করার জন্য আট দিনের সফরে ঢাকায় আসছেন শান্তিতে নোবেল বিজয়ী তিন নারী। এরা হলেন- ইরানের শিরিন এবাদি, ইয়েমেনের তাওয়াক্কুল কারমান ও যুক্তরাজ্যের মেইরিড ম্যাকগুয়ের।

 

জানা যায়, শনিবার থেকে তারা রোহিঙ্গাদের বিষয়ে কাজ শুরু করবেন। এছাড়া হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে সরকার।

 নোবেল বিজয়ী ওই তিনজন কক্সবাজার সফরে গিয়ে রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখবেন। কক্সবাজার ঘুরে এসে নোবেল বিজয়ীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। ফাইল ছবি-রোহিঙ্গা শরনার্থী

গত বছরের আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর তাণ্ডবে দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয় প্রায় ১০ লাখ রোহিঙ্গা। এই হামলার ভয়াবহতাকে জাতিগত নিধনযজ্ঞের ‘পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন।

বাংলাদেশ সময়: ১২:৩২:০৪   ৬৫৮ বার পঠিত   #  #  #  #  #  #