শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৯৪ জন সদস্য অবসর নিলেন
Home Page » জাতীয় » ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৯৪ জন সদস্য অবসর নিলেন
বঙ্গ-নিউজ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৯৪ জন সদস্য অবসর নিলেন। অবসরে যাওয়া পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন পরিদর্শক থেকে তদনিম্ন সদস্য।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি সদর দফতরে কল্যাণ ও ফোর্স বিভাগ তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। অনুষ্ঠানে বিদায়ী সদস্যদের ফুল, ক্রেস্ট ও উপহার প্রদান করেন ডিএমপি কমিশনার।
অবসরে যাওয়া পুলিশ সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, মানুষকে সবচেয়ে বেশি সেবা দেয়ার সুযোগ রয়েছে পুলিশ সদস্যদের। এই সুযোগ অন্য কোনো সার্ভিসে এতটা নেই। মানুষের সেবা করা বড় ইবাদত। গতকাল পর্যন্ত আপনারা পুলিশ ছিলেন, আজ সমাজের একজন ব্যক্তি হয়ে অবসরে যাচ্ছেন। আপনারা এক একজন অবসরে গিয়ে সমাজে চেঞ্জ মেকার হিসেবে কাজ করবেন বলে প্রত্যাশা করি।
তিনি আরও বলেন, দীর্ঘ চাকরিজীবন প্রশংসা, দক্ষতা ও সুস্থতার সঙ্গে শেষ করতে পেরেছেন বলে মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। চাকরিজীবনে পুলিশ বাহিনীর জন্য আপনাদের ত্যাগ, কষ্ট ও অবদান বাহিনী বহুকাল বিনয়ের সঙ্গে স্মরণ করবে।
বাংলাদেশ সময়: ৮:৫৮:২৩ ৪৯৬ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম