বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮

খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির জন্য রবিবার দিন ধার্য করেছে হাইকোর্ট

Home Page » আজকের সকল পত্রিকা » খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির জন্য রবিবার দিন ধার্য করেছে হাইকোর্ট
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ  সাজা রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকের্ট। একই সঙ্গে জরিমানার দণ্ডাদেশ স্থগিত করা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতির শহিদুল করিমের ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেয়।

এছাড়া এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির জন্য রবিবার দিন ধার্য করেছে হাইকোর্ট। পাশাপশি নিম্ন আদালতের নথি ১৫ দিনের মধ্যে পাঠাতে ঢাকা বিশেষ জজ আদালতের ৫ এর বিচারককে নির্দেশ দেয়া হয়েছে।

আজ সকালে খালেদা জিয়ার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন পেশ করা হয়। আবেদনের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী।

তবে দুদকের আইনজীবী খুরশেদ আলম খান বলেন, এ ধরনের মামলার ক্ষেত্রে জামিন আবেদন শুনানির জন্য দুদককে যুক্তিসঙ্গত সময় দিতে হবে।

এরপরই আদালত রবিবার খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানির জন্য দিন ধার্য করে দেয়।

বাংলাদেশ সময়: ১৩:৩৬:০০   ৬৮৭ বার পঠিত   #  #  #  #  #  #