বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল রাজশাহী যাচ্ছেন

Home Page » জাতীয় » প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল রাজশাহী যাচ্ছেন
বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮



প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গ-নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজশাহী যাচ্ছেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে কাদিরাবাদ সেনানিবাসের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। রাজশাহী পৌঁছে সকাল সাড়ে ১১টায় তিনি কাদিরাবাদ সেনানিবাসের সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের ৬ষ্ঠ কোর পুনর্মিলনী অনুষ্ঠান-২০১৮ এ যোগদান করবেন করবেন বলে জানা গেছে।

এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৩টায় রাজশাহী সরকারি হাইমাদরাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

এর আগে, তিনি রাজশাহীতে বেশ কিছু উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১০:৩৪:৫০   ৮৫৩ বার পঠিত   #  #  #  #  #  #