বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৩
” তিশা-সজলের ‘আংশিক নয়, পুরো সত্যি”
Home Page » বিনোদন » ” তিশা-সজলের ‘আংশিক নয়, পুরো সত্যি”বঙ্গ-নিউজ ডটকমঃ একমাত্র মেয়ে ইফসিতাকে নিয়ে আশরাফ রহমানের সংসার। বাবা-মেয়ের একে অপরের প্রতি মায়া-মমতা অত্যাধিক। বাবার বন্ধুর ছেলে অপুর সাথে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয় ইফসিতার।হঠাৎ নিয়তির পরিবর্তনে পাল্টে যায় গোছানো জীবন। সামনে এসে দাড়ায় মারুফ নামে এক সন্ত্রাসী। এই মারুফের একসময় উত্তক্ত করত ইফসিতাকে। বিয়ের জন্য প্রস্তাবে রাজি না হলে তুলে নিয়ে যাবার হুমকিও দেয়। নিরাপত্তার জন্য ইফসিতাকে নিয়ে অন্যত্র চলে যায় তার বাবা।
পাঁচ বছর পর আবার উদয় হয় মারুফ। শুরু হয় সেই পুরনো কায়দায় ইফসিতাকে উত্যক্ত করা। ঘটনাক্রমে জেলে যায় মারুফ। সন্দেহ করে ইফসিতার বাবাকে। ইফসিতার বিয়ের ঠিক দিন কয়েক আগে জেল থেকে বেরিয়ে আসে সে।
এরপরই ঘটে এক লোমহর্ষক ঘটনা। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘আংশিক নয়, পুরো সত্যি’।
শারমিন চৌধুরী ইফসিতার রচনায় নাটকটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সজল, তিশা, জেনি, সাব্বির আহমেদ প্রমুখ।
নাটকটি ১৪ জুন শুক্রবার রাত ১২ টা ২ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।
বাংলাদেশ সময়: ২১:৫০:২৯ ৪৪২ বার পঠিত