মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮
“সুনামগঞ্জে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার”
Home Page » আজকের সকল পত্রিকা » “সুনামগঞ্জে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার”আল-আমিন আহমেদ, বঙ্গ-নিউজ: ভাষা আন্দোলনের ৬৫ বছর অতিবাহিত হলেও আজ পর্যন্ত সুনামগঞ্জের হাওর পাড়ের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার।
সব মিলিয়ে সুনামগঞ্জ জেলায় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম নয়। প্রাথমিক বিদ্যালয় আছে ৩০০ টির উপরে, মাধ্যমিক বিদ্যালয় ২১২ টি, মাদ্রাসা ৮৩ টি,কারিগরী ২টি এবং কলেজের সংখ্যা ২১ টি।
অনুসন্ধানে দেখা যায়, জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। যে গুলোতে শহীদ মিনার অাছে সে গুলো পড়ে অাছে অযত্ন অবহেলায়। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও তার পরবর্তী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পর প্রায় পাঁচ দশকেরও বেশি সময় অতিবাহিত হলেও এ জেলায় এখনো বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হয়নি স্বাধীনতার অন্যতম স্মৃতির নিদর্শন শহীদ মিনার। এ অবস্থার কারণে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা দেশ মাতৃকার টানে ভাষা দিবস, স্বাধীনতা যুদ্ধে শহীদ সকল বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ জাতীয় দিবসগুলো পালনে যথাযথভাবে সুযোগ পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। আবার বেশির ভাগ মাদ্রাসা গুলোতে নির্মাণ করা হয়নি শহীদ মিনার। মাদ্রাসার শিক্ষকগণ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনকে শির’ক বলে ব্যাখ্যা দিচ্ছেন। যার ফলে অনেক মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বাংলা ভাষা, ভাষাশহীদের প্রতি ও দেশ প্রেমের অভাব দেখা যাচ্ছে।জেলার হাওর পাড়ের সর্বোচ্চ বিদ্যাপীঠ বংশীকুন্ডা কলেজের প্রভাষক আলমগীর হোসেন বলেন, আমাদের যে সব প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপিত হয়নি সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাংলা ভাষা ও শহীদের প্রতি শ্রদ্ধা না থাকার সম্ভাবনা আছে।আমাদের হাওর পাড়ের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপিত হলে আমাদের ভবিষ্যত প্রজন্ম বাংলা ভাষা ও ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাশীল হবে। তাই এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় আহবান জানাচ্ছি যাতে করে সব গুলো শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপিত হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল বলেন, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে স্বাধীনতার অন্যতম নিদর্শন শহীদ মিনার না থাকার ব্যাপারটি জাতির জন্য বড় দুর্ভাগ্য। কারণ মহান ভাষা আন্দোলন এবং পরবর্তী রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশকে শত্রুমুক্ত করতে পারলেও আমরা এখনো জাতি হিসেবে অনেক পিছিয়ে। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকলে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা সহজে মহান স্বাধীনতা, ভাষা আন্দোলন, বিজয় দিবস ও জাতীয় শোক দিবসের গুরুত্ব সম্পর্কে জানতে পারবে।
বাংলাদেশ সময়: ১৬:৩৪:৪৪ ৯৭৪ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News