সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮

একজন আসামিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে কেন:প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » একজন আসামিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে কেন:প্রধানমন্ত্রী
সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮



 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গ-নিউজ: বিএনপির নেতাদের প্রতি প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুচলেকা দিয়ে দেশ থেকে পালানো একজন আসামিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে কেন? ওই পদের জন্য বিএনপিতে কি আর কোন লোক ছিল না?

সদ্য সমাপ্ত ইতালি ও ভাটিকান সিটির সফর শেষে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ৪টা ৩০ টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রশ্ন রাখেন।

তিনি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে ৩২ ধারা আইনের অপপ্রয়োগ হবে না।

প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে ফোরজি যুগে প্রবেশ করছে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশ নতুন এক মাইল ফলকে পৌঁছেছে। সন্ধ্যায় ঢাকা ক্লাবে চারটি মোবাইল অপারেটরকে ফোরজি লাইসেন্স হস্তান্তর করবেন বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রেসিডেন্ট গিলবার্ট এফ হংবো’র আমন্ত্রণে ইফাদের বার্ষিক পরিচালনা পর্ষদের বৈঠকে অংশগ্রহণ করেন।

তিনি পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে ভ্যাটিকান সিটির হলি সি সফর করেন। সেখানে প্রধানমন্ত্রী পোপ ও ভ্যাটিকান সিটির সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েত্র পারোলিনের সঙ্গেও বৈঠক করেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৪:২৫   ৪৫৮ বার পঠিত   #  #  #  #  #  #