রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮
সাবেক সংসদ সদস্য প্রবীণ আইনজীবী সিএসপি আবদুর রব চৌধুরী (৯০) আর নেই
Home Page » জাতীয় » সাবেক সংসদ সদস্য প্রবীণ আইনজীবী সিএসপি আবদুর রব চৌধুরী (৯০) আর নেই
বঙ্গ-নিউজ: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য প্রবীণ আইনজীবী সিএসপি আবদুর রব চৌধুরী (৯০) আর নেই।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ঢাকার নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি…রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
সাবেক সচিব রব চৌধুরী ১৯৯১ ও ১৯৯৬ সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচেন মনোনয়ন না পেয়ে বিএনপি ছেড়ে আওয়ামী লীগ থেকে নির্বাচন করেন। ওই সময় তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্যের দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময়: ১২:৪৭:০৯ ৪৬৯ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম