শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮
খালেদা জিয়াকে বলছি আদালতের মাধ্যমেই ইনশাল্লাহ বেরিয়ে আসবেন:মোহাম্মদ নাসিম
Home Page » জাতীয় » খালেদা জিয়াকে বলছি আদালতের মাধ্যমেই ইনশাল্লাহ বেরিয়ে আসবেন:মোহাম্মদ নাসিম
বঙ্গ-নিউজ: ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বলছি আদালতের মাধ্যমেই আপনি কারাগারে গেছেন। আদালতের মাধ্যমেই ইনশাল্লাহ বেরিয়ে আসবেন কোন চিন্তা করবেন না। আদালতের মাধ্যমেই মামলার নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
শনিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি আরো বলেন, কোনো দলকে বাইরে রেখে আওয়ামী লীগ নির্বাচনে যেতে চায় না।
এ সময় মোহাম্মদ নাসিম বলেন,’সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বলছি আদালতের মাধ্যমেই আপনি কারাগারে গেছেন। আদালতের মাধ্যমেই ইনশাল্লাহ বেরিয়ে আসবেন কোন চিন্তা করবেন না। কোনদিন চিন্তাও করি না কেউ জেলে থাকুক। কাউকে বাদ দিয়ে আমরা নির্বাচন করি না। কোনদিন আমরা তা চাই না। আমরা আপনাদের বলছি এই ব্যাপারে আমাদের কোনো চিন্তাভাবনা নাই। কারণ আমরা মাঠে খেলতে চাই এক সঙ্গে খেলতে চাই।’
বাংলাদেশ সময়: ২০:৪৯:০৮ ৪২০ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম